ঈদুল আজহার প্রথম দিন রোববার (১০ জুলাই) রাত ১টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ শতভাগ সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১১ জুলাই) দ্বিতীয় দিন যারা পশু কোরবানি দিয়েছেন সেসব বর্জ্য অপসারণের কাজ এরইমধ্যে শুরু করেছে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

ডিএসসিসির সবগুলো আঞ্চলিক এলাকাতেই দুপুর থেকে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।

ডিএসসিসির অন্যান্য আঞ্চলিক এলাকার মতো খিলগাঁও এলাকায় দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো। তিনি বলেন, গতকাল রাত সোয়া ১টার মধ্যে আমাদের ৭৫টি ওয়ার্ডেই প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ শতভাগ সম্পন্ন হয়েছে। আজ দ্বিতীয় দিনে যারা কোরবানি দিয়েছেন, সেসব স্থানে আমরা দ্বিতীয় দিনের মতো বর্জ্য অপসারণ কাজ শুরু করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য আমরা অপসারণ করতে পারব।

এদিকে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ঈদের আগের রাত (শনিবার) ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।

এএসএস/জেডএস