গত ৩ দিনে প্রায় ২১ হাজার টন বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করা হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার পর দাবি করা হয়েছে, ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে মোট ২০ হাজার ৬২৬.৩৪ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম দিনে মাত্র সোয়া ১১ ঘণ্টায় সব ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে।

আবু নাছের আরও বলেন, এদিকে আজও ডিএসসিসি এলাকার ৫৮টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করা হয়েছে। আজ তৃতীয় দিনে ৪, ৬, ৯-১১, ১৮, ২১, ৫২, ৫৯-৬১, ৬৩, ৬৬, ৬৭, ৭১, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ৫৮টি ওয়ার্ডে ৯৩৫টি কোরবানির পশু জবাই করা হয়েছে। সকাল থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এসব পশু জবাই করা হয়। আজ সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ সব ওয়ার্ড থেকে ঈদের তৃতীয় দিনে জবাই করা কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এএসএস/জেডএস