দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্মারকটি সই হয়।

ঢাকার পক্ষে স্মারকটিতে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। অন্যদিকে ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ দেশটির পক্ষে স্মারকটিতে সই করেন। 

এ সময় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌ন ও বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন। 

দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা সই করায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন।
উভয়পক্ষ সমঝোতা স্মারকটি সই শেষে আশা প্রকাশ করে, এর মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি এটি দুই সরকারের মধ্যে নিয়মিত আলোচনার পথ সুগম করবে। 
 
চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ। 

এনআই/এসকেডি