শারীরিকভাবে অসুস্থ জনপ্রিয় কবি হেলাল হাফিজকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কবি হেলাল হাফিজ নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল আমাকে সিএমএইচ-এ ভর্তি করানো হয়েছে। শরীরে অনেকগুলো রোগ আছে। আজ অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। 

৭৫ বছর বয়সী কবি হেলাল হাফিজ দীর্ঘদিন কিডনি, ফুসফুসে জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া চোখের সমস্যা এবং হাঁটাচলায় কষ্ট পাচ্ছেন তিনি। 

হেলাল হাফিজ বলেন, গত কিছুদিন ধরে শরীরের অবস্থা ভালো যাচ্ছে না। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ হয়ে উঠতে পারি। আপনারও দোয়া করবেন।

রাজধানীর একটি হোটেলে নিজের বসবাসের কথা জানিয়ে হেলাল হাফিজ বলেন, একা থাকি। সবকিছু নিজেকেই করতে হয়। বয়সের কারণে এখন চলাফেরা করতেও কষ্ট হয়। 

এর আগেও করোনা আক্রান্ত হয়ে অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কবি। 

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। কবিতার জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন জনপ্রিয় এই কবি।    

এএইচআর/জেডএস