কুমিল্লায় একটি পরিত্যক্ত ঘর থেকে সুমাইয়া আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সুমাইয়া আক্তার (১৬) কাঁঠাল কান্দা গ্রামের দিনমজুর আ. হাকিমের মেয়ে। বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। 

ওসি জানান, বৃহস্পতিবার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠাল কান্দা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে সুমাইয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এসকেডি