দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১৭ জুলাই) তিনি জাকার্তায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামীকাল সোমবার (১৮ জুলাই) ড. মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে ছোট একটি প্রতিনিধি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে ঢাকা।

এর আগে, দুইদিনের সফরে কম্বোডিয়ায় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি নমপেনে বাংলাদেশ এবং কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ঢাকার পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠক শে‌ষে ড. মো‌মেনর উপ‌স্থি‌তি‌তে বাংলা‌দে‌শের ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি এবং ক‌ম্বো‌ডিয়ার ন্যাশনাল ইন‌স্টি‌টিউট অফ ডি‌প্লো‌মে‌সি অ্যান্ড ইন্টারন্যাশনাল রি‌লেশনসের ম‌ধ্যে এক‌টি সম‌ঝোতা স্মারক সই ক‌রা হয়। এছাড়া তিনি কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেন।

এনআই/আইএসএইচ