বাংলাদেশের ২৮ সদস্যের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধি দল তাসখন্দের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে। রোববার (১৭ জুলাই) প্রতিনিধি দল দূতাবাস পরিদর্শন করে।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশের ২৮ সদস্যের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধি দলের নেতা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হক এবং মেজর জেনারেল শেখ পাসা হাবিব উদ্দিন আমার সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল দূতাবাসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর সমান পদমর্যাদার কর্মকর্তারা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। এছাড়া ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ওমান ও নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলরা উপস্থিত ছিলেন।

এনআই/এসএসএইচ