ইতা‌লির রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী‌কে এক হাজার কে‌জি বাংলা‌দে‌শি আম্রপা‌লি জা‌তের আম উপহার হি‌সে‌বে পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার (২০ জুলাই) রো‌মের বাংলা‌দেশ দূতাবাস সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস জানায়, বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রীর উপহা‌রের এসব আম চল‌তি সপ্তা‌হে পররাষ্ট্র মন্ত্রণালয়, রো‌মের বাংলা‌দেশ দূতাবা‌সের সহ‌যো‌গিতায় ইতা‌লিতে পৌঁছায়। এসব আম এরইম‌ধ্যে ই‌তা‌লির কূটনৈতিক প্রটোকলের প্রধানের কার্যালয়ের মাধ্যমে দেশ‌টির রাষ্ট্রপ‌তি প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বণ্টন করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর আম উপহার পে‌য়ে বঙ্গবন্ধুকন্যাকে ইতা‌লি সরকা‌রের পক্ষ থে‌কে আন্তরিক ধন্যবাদ জানানো হ‌য়ে‌ছে।

এনআই/জেডএস