চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম গুমদন্ডি পেটন আউলিয়ার মাজার এলাকায় মো. আসিফ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ বোয়ালখালী থানার পশ্চিম গুমদন্ডি থানার মো. ইউসুফের ছেলে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন,  রাস্তায় কাজ করার ডেম্পার গাড়ি পেছন থেকে এসে আসিফকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।  

কেএম/এসএম