বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরও আধুনিক করা হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শহর ভিন্ন হলেও সমস্যা একই। সমস্যা সমাধানে যে সব শহর ইতোমধ্যে সফল হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আরও আধুনিকায়ন করা হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্সিয়াল ল ডিপার্টমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত তিন দিনের কর্মশালার সমাপণী দিনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, জনবহুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নানাসমস্যা সমাধানে আমরা যেভাবে সফলতা পেয়েছি সেই বাস্তব অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করতে হবে। অভিজ্ঞতা আদান-প্রদান এবং বাস্তব জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে চাই।
তিনি বলেন, সিএলডিপি কর্তৃক আয়োজিত এ কর্মশালা ডিএনসিসির কর্মকর্তাদের ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কাজে লাগবে। সামনের দিনগুলোতে আরও কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাইকে সবার সহযোগিতায় পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। আর ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে সিএলডিপি এবং ডিএনসিসির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ কর্মশালায় ডিএনসিসির মোট ১২০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এএসএস/আইএসএইচ