ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের ব্যান্ডউইডথ ব্লকের নির্দেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৬ জুলাই) বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এক প্রত্যাহার আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৮ জুলাই বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ ব্লক এবং আপস্ট্রিম সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি। তখন প্রতিষ্ঠানটির ৩৩ কোটি ৯৪ লাখ টাকা রাজস্ব বকেয়া ছিল।

আদেশে বলা হয়, আমরা টেকনোলজিসের ব্যান্ডউইডথ ৫০ শতাংশ ব্লক এবং আপস্ট্রিম সংযোগ ও বিদ্যমান সংযোগ আপগ্রেডেশন করা থেকে বিরত থাকার নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এ প্রত্যাহারাদেশ আজ থেকেই কার্যকর হবে।

ওই আদেশে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল-জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে এ প্রত্যাহার আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এমএইচএন/আইএসএইচ