রাজধানীর আদাবরে গরুর ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য রতন হোসেন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. হালিম (১৯) ও মো নূর মোহাম্মদ (৩০)।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে শেরপুর ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারীর। তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ৭ জুলাই সকাল ১০টার দিকে গরুর ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য রতন হোসেন নিহত হন।

আরও পড়ুন : আদাবরে গরুর ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মো. মুজিব পাটোয়ারী বলেন, রতনকে ধাক্কা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। পরে আমরা বিষয়টি আমলে নিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করি। এরপর ট্রাক ও আসামিদের শনাক্ত করি। পরে গতকাল রাতে আমরা শেরপুর থেকে প্রথমে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্যমতে প্রথমে ট্রাকটিকে উদ্ধার করি পরে ধামরাইয়ের কালামপুর এলাকা হতে চালক মো. হালিমকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। তারা আমাদের গাড়ির প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেননি। গাড়িটির মালিক নুর মোহাম্মদ। তিনি পাশে বসে হালিমকে দিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএএ/আইএসএইচ