ইলেকট্রিক সামগ্রী পাঠানোর নামে ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৭ জুলাই) চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউরী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এ সময় ১৫ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক দুজন হলেন, আবু বকর সিদ্দিক (৩০) ও মো. ইসমাইল হোসেন (২৭)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে লোকাল বাসে চকরিয়া আনেন। তারপর তা এস এ পরিবহনের মাধ্যমে চকরিয়া শাখা থেকে চট্টগ্রাম কাজীর দেউরী শাখায় পাঠিয়েছেন। এরপর তা সংগ্রহ করার জন্য তারা কাজীর দেউরী এসএ পরিবহনে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের আটক করা হয়েছে।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এস এ পরিবহনের কাউন্টারে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, পাইপ, ফ্যানসহ একটি বস্তার প্যাকেট থেকে ১৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। জব্দ করা ইয়াবার মূল্য ৪৭ লাখ টাকা।

কেএম/এসকেডি