ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর  দুই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলী ঢাকা পোস্টকে বলেন, মাইক্রোবাসটি রেললাইন থেকে সরানোর পর বিকেল ৪টা ৪০ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে চট্টগ্রামের দিকে এসেছে। এছাড়া একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  

আরও পড়ুন: মাইক্রোবাসকে এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন : ফায়ার সার্ভিস

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি টিম এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।

এর আগে দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কেএম/এসকেডি