আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিরাপত্তার জন্য টেকসই এবং ন্যয়সঙ্গত সুনীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার (২৯ জুলাই) কক্সবাজারে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের ১২তম সিনিয়র অফিসিয়ালদের সমাপনী বৈঠকে পররাষ্ট্রসচিব এ আহ্বান জানান।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা করে এমন প্রকল্প গ্রহণ করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক সমুদ্র অর্থনীতির বিকাশের তাৎপর্য তুলে ধরেন।

এ বছরের শেষে বাংলাদেশে সংস্থাটির মন্ত্রিসভার সম্মেলনে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান সচিব। 

দুই দিনব্যাপী সিনিয়র অফিসিয়ালদের বৈঠকে ২১টি দেশ থেকে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন। জোটের বর্তমান চেয়ার বাংলাদেশ এবং এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব।

এনআই/এনএফ