চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গ্রেপ্তার গেটম্যান সাদ্দামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক জাকির হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  মিরসরাইয়ে দুর্ঘটনার পর দায়ের হওয়া মামলায় সাদ্দামকে আদালতে হাজির করা হয়েছিল। আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। আদালত সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় শনিবার (৩০ জুলাই) গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছিল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

কেএম/এসকেডি