অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন এবং বাজার দরের সাথে সঙ্গতি রেখে গার্মেন্টস শ্রমিকদের জীবন-যাপন উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে একটি সংগঠন।

আজ (শুক্রবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ মানববন্ধনে এই দাবি করেন।

মানববন্ধনে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, দেশের সব চেয়ে বড় শিল্প সেক্টর গার্মেন্টসের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৪ বছর আগে। এই ৪ বছরে দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন ভাবে মজুরি নির্ধারণ করা হয়নি।  

তিনি এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকাসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচিতে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, রবিউল চৌধুরী, নারী সম্পাদক সুইটি সুলতানা। 

আইবি/এনএফ