চট্টগ্রামে ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাতের উভয় পাশের বিভিন্ন অবৈধ স্থাপনাসহ দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
রোববার (৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
নগরের জিইসি মোড়, গোলপাহাড় মোড়, এশিয়ান হাইওয়ে শুলকবহর হয়ে বহদ্দারহাট কাঁচাবাজার মোড় এবং শাহ আমানত সেতু সড়কের নতুন চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উভয় পাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তা ও ফুটপাত রেখে যান ও মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর এক অভিযানে ফিরিঙ্গীবাজার এলাকার বিভিন্ন সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৭ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন।
কেএম/আইএসএইচ