চট্টগ্রামের ফৌজদার হাটে ট্রেনে কাটা পড়ে ওমর ফারুক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রেললাইনের পাশে বসে গান গাইছিলেন বলে জানিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। তিনি বলেন, রেললাইনের পাশে বসে গান গাইছিলেন ওই যুবক। এসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ওমর ফারুক একাই গান করছিলেন, নাকি সঙ্গে কেউ ছিলেন সে তথ্য জানা যায়নি।

নিহত ওমর ফারুক ফৌজদারহাট কালুশাহ সিপাহি বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

কেএম/জেডএস