ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত জেলা জজদের এস্টেট অ্যাকুইজিশন আইনের মামলা নিষ্পত্তির আপিল কর্তৃপক্ষের ক্ষমতা দিয়ে ‘দ্যা এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের জমি-জমা আমরা এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের আওতায় ম্যানেজ করি। এখানে একটি ট্রাইব্যুনাল করার বিধান আছে। এটার আদালত এখনও ফিক্সড করা হয়নি। এ জন্য অনেক মামলা জমে যায়। তাই একটি সংশোধনী নিয়ে আসা হয়েছে। সেটা হলো, জেলা পর্যায়ে একজন যুগ্ম জেলা জজকে ট্রাইব্যুনালের বিচারকের ক্ষমতা দেওয়া হয়েছে। সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ বা ক্ষমতা অর্পণ করা। যতক্ষণ পর্যন্ত ফর্মাল ট্রাইব্যুনাল না হবে ততক্ষণ পর্যন্ত সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বিচারগুলো করতে পারবেন। এটা ছোট একটা এমেন্ডমেন্ট। জেলা জজ হবেন আপিলেট ট্রাইব্যুনালের বিচারক।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে তেলের দাম সমন্বয় হবে : বাণিজ্যমন্ত্রী  

‘এটা করতে গিয়ে একটি আলোচনা এসেছে যে, ১৪৪ ধারায় ডিসট্রিক কালেকটররা ক্লারিক্যাল মিস্টেকগুলো যাতে কারেকশন করতে পারেন। এছাড়া আলোচনায় এসেছে বাবার নাম যদি ভুল থাকে বা ছোট ভুল যদি কালেক্টররা কারেকশন করতে পারেন তাহলে ট্রাইব্যুনালের মামলা অনেকটা কমে যাবে। এগুলো এমেন্ডমেন্টে আসেনি। প্রয়োজনে ভবিষ্যতে আরও এমেন্ডমেন্ট আসলে তখন এটা আনা হবে। 

এসএইচআর/এসকেডি