রাজধানীর নামা শ্যামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৬ জনকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে বিকেল সোয়া ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারা অনুযায়ী মো. জাকির হোসেনকে ৮০ হাজার টাকা, ফারজানা ইসলামকে ৩০ হাজার টাকা, ফয়সাল খানকে ৬০ হাজার টাকা, মোসাম্মৎ শাহনাজকে ৩০ হাজার টাকা, তাহমিনা আক্তারকে ৮০ হাজার টাকা এবং তরিকুল ইসলাম সুমনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হক বলেন, আমরা বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভিযানকালে আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি।

তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না। 

অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার তুলে জব্দ করা হয়।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য জোন-১ এর ব্যবস্থাপক মশিউর রহমান, জোন-২ এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আবাসিক জোন-১ এর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 এএজে/এসকেডি