ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফোরকান (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১২ আগস্ট) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ফোরকান চট্টগ্রামের বোয়ালখালী থানার জালাল আহম্মদের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, জাহানারা বেগম (৪৫), আরাফাত হোসেন (২২) ও  শহীদুল ইসলাম (৫৫)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় বলে জানা গেছে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। 

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বাড়বকুণ্ড বাজার এলাকায় একটি ট্রাক পার্কিং করা ছিল। এ সময় দ্রুত গতির একটি  প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ফোরকানের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। 

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কেএম/এমএ