অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ করা ১০ জনের তথ্যগত গরমিলের প্রমাণ পাওয়ায় তাদের নিয়োগ আদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (১২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ওই ১০ জনের নিয়োগ আদেশ বাতিল করেছেন।

আরও পড়ুন: ডিএনসিসির ৬ কবরস্থানে দুঃস্থদের জন্য ফি ১০০ টাকা

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগকৃত ১০ জন চালকের তথ্যগত গরমিল থাকায় নিয়োগ আদেশের শর্ত ১(৫) ও ১(চ) মোতাবেক তাদের জন্য প্রযোজ্য নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্য কোনো কাজে তাদের সম্পৃক্ত করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ আদেশ বাতিল হওয়া ওই ১০ ভারী গাড়িচালকদের মধ্যে রয়েছেন— আয়নাল হোসেন, সোহেল রানা, রাসেল হোসেন, দিদার মোহাম্মদ হেলাল, আরিফ হোসেন, আবুল বাসার, মাসুদ রানা, আনিচুর রহমান, মো. ইব্রাহিম এবং শাহাদাত হোসেন।

এএসএস/এসএসএইচ