ওয়ারী এলাকার মানচিত্র

রাজধানীর ওয়ারীতে মো. হাসান (১২) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটির বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় সে ওয়ারীর পদ্মনিধি লেনের একটি বাসায় খালা আয়েশা ও খালু জামাল ভূঁইয়ার সঙ্গে থাকত। বুধবার রাতে শিশুটির খালা আমাদের ফোন করলে ওয়ারী থানার একটি টিম গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

ওসি আরও বলেন, আমরা শিশুটির খালা ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, ঘটনার সময় সে বাসায় একা ছিল। তার খালা মার্কেট থেকে এসে দেখতে পান বাসার দরজায় তালা। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে ঢুকে হাসানকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শিশুটিকে গলাকেটে হত্যার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম ও পরিচয় এখন বলতে পারছি না বলেও জানান ওসি।

শিশুটির খালা আয়েশার বরাতে মো. আজিজুর রহমান বলেন, বাসাটি থেকে নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বাইরে থেকে কেউ এসে হত্যা করেছে।

এমএসি/জেডএস