চট্টগ্রাম আদালতে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের দুই সাংবাদিক। বুধবার ( ১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুই সংবাদকর্মীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হামলায় আহতরা হলেন, যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার ও ভিডিও জার্নালিস্ট আসাদুজ্জামান লিমন। 

হামলায় আহত আসাদুজ্জামান লিমন ঢাকা পোস্টকে বলেন, আমরা আদালত একটি সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছিলাম। আদালত ভবনে যাওয়ার সময় আইনজীবী ভবনের সামনে আমাদের গাড়ির সামনে মানুষ দেখে চালক একটি হর্ন দেয়। এ নিয়ে উপস্থিত আইনজীবীরা এসে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে আইনজীবীরা আমাদের ওপর হামলা করেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন। যা অত্যন্ত ন্যক্কারজনক। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাই।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দুই একজন আইনজীবীর ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। 

কেএম/এসকেডি