মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে শ্রমিক নিহত
রাজধানী মিরপুরের জিয়া কলেজের পেছনে নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সঞ্জয় দাস (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সঞ্জয় দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা সহকর্মী অতুল চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিদিনের মতো কাজ করছিলাম। চার তলায় দড়ি নিয়ে উঠেছিলেন বালি আর কতটুকু লাগবে দেখতে। দেখতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ১৮ আগস্ট : রাজধানীতে কখন কোথায় লোডশেডিং
বিজ্ঞাপন
তিনি জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানা এলাকায়। তার বাবার নাম ছনু দাস। বর্তমানে তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএএ/এসএসএইচ