চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) ভোরে চমেক হাসপাতালের ছয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন— মেহেদী হাসান তুহিন (৩২) ও মো. সৌরভ (২৮)।

গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম।

আরও পড়ুন: রাউজানে ওয়ান শুটারগানসহ আটক ২ 

তিনি বলেন, এই চোর চক্রটি হাসপাতালে আসা বিভিন্ন রোগী, স্বজনদের টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যেত। বিশেষ করে গ্রাম থেকে কোনো রোগী আসলে তাদের সঙ্গে মিশে সবকিছু হাতিয়ে নিয়ে চলে যেত তারা। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি, চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতালে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান দেলোয়ার হোসেন দেলুকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

কেএম/এসএসএইচ