জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবসের হরতাল চলছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। 

তবে হরতালে নগরীর যান চলাচল ছিল স্বাভাবিক। গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলছে। চট্টগ্রাম নগরীর দোকানপাটও খোলা হয়েছে।

এদিকে হরতালের সমর্থনে সকাল থেকেই বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা চট্টগ্রামের কোতোয়ালী, নিউমার্কেট ও আমতল এলাকায় মিছিল করছেন। এছাড়া নিউমার্কেট এলাকায় জোটের নেতারা মিছিল শেষে নেতারা বক্তব্য রাখেন।

বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন সকাল ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, হরতালের সমর্থনে নগরীর নিউমার্কেট এলাকায় মিছিল করছি। শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল চলছে। দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হরতালের কোনো প্রভাব নেই। গাড়ি চলছে, দোকানপাট সময়মত খুলেছে। রাস্তায় এসে মনে হচ্ছে না হরতাল চলছে।

হরতালে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বেশ কিছু স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএম/ওএফ