গেল ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের কংক্রিটের বিশাল গার্ডার ক্রেন দিয়ে তোলার সময় চলন্ত গাড়ির ওপর পড়ে পাঁচ জন নিহত হন। চট্টগ্রামের ফৌজদারহাটে একই ধরনের একটি ট্রাজেডি থেকে রক্ষা পেয়েছেন একটি গাড়ির যাত্রীরা। 

চলন্ত গাড়িটির ওপর এবার গার্ডার নয়, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে একটি কাভার্ড ভ্যান। উত্তরায় গার্ডার চাপা পড়ে গাড়িটির যে অবস্থা হয়েছিল, ফৌজদারহাটে কাভার্ড ভ্যান চাপাতেও গাড়িটির সেই অবস্থা হয়েছে। 

তবে এতে প্রাণহানি হয়নি কারও। এ পর্যন্ত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

আরও পড়ুন : ক্রেনের সক্ষমতার ২০ টন বেশি ছিল গার্ডারের ওজন

গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট-বন্দর সড়কের মুখে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল করিম ঢাকা পোস্টকে বলেন, ঢাকাগামী একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর কাভার্ডভ্যানটি উল্টে আরেকটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে প্রাইভেট কার থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আর আগে একজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছিল।  

তিনি আরও বলেন, কার্ভাডভ্যানটি এখনও ঘটনাস্থলে আছে। আর দুর্ঘটনা কবলিত কারটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। 

কেএম/এনএফ