ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা হলো জরুরি সেবা। আমরা কোনো হাসপাতালের টাইমিং কমাইনি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা কোনো নির্দেশনা দিইনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওষুধের দোকান কিন্তু এখনো (রাত ২টার পর) বন্ধ হয়নি। এটা কেবল গতকাল বলা হয়েছে, ১ তরিখ থেকে কার্যকর হওয়ার কথা। গত পরশু ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা গতকাল বিষয়টি জেনেছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

এসএইচআর/ওএফ