নিত্যপণ্য ও জ্বালানি তেলের দাম এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের ডিউটি শেষে পুলিশ ব্যারাকে ফেরার পথে বাস উল্টে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে হরতালের ডিউটি শেষ করে পুলিশ ব্যারাকে ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।

তিনি বলেন, দুপুর একটার দিকে হরতালের ডিউটি শেষ করে পুলিশ ব্যারাকে ফেরার পথে বাস উল্টে কেরানীগঞ্জ থানার ১০-১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত কয়েকজনকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে পালিত হয় হরতাল।  

এমএসি/আরএইচ