শিশু আম্বিয়াকে দেখতে হাসপাতালে সমাজকল্যাণ সচিব
হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত শিশু আম্বিয়াকে দেখতে রাজধানীর শিশু হাসপাতালে গেছেন সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম। বুধবার (৩১ আগস্ট) সকালে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি।
এ সময় সচিব আম্বিয়ার বাবা-মাকে বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় এ শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হলে আপনারা বাড়ি যাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বাচ্চার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিজ্ঞাপন
শিশু আম্বিয়ার অস্ত্রোপাচার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সচিব হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা আজিজুল হকের মেয়ে আম্বিয়া। গতকাল (মঙ্গলবার) সকালে রাজধানীর শিশু হাসপাতালে তার অস্ত্রোপাচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপাচার সফল হয়েছে এবং চিকিৎসা শেষে শিশুটি স্বাভাবিক শিশুর মতই বেড়ে উঠবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, গত ২১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্বিয়ার বিষয়ে একটি সংবাদ সমাজকল্যাণ সচিবের নজরে আসে। তিনি সংবাদটি দেখে তাৎক্ষণিক শিশুটির পরিবারের খোঁজ নেন এবং শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। সচিবের নির্দেশনায় শিশুটিকে গত ২৭ আগস্ট (শনিবার) রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
এসএইচআর/এমএ