সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে রাজশাহীর তাড়াশ। বুধবার (৩১ আগস্ট) তাড়াশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকালের তুলনায় আজ তাপমাত্রা বেড়েছে। এছাড়া,  মৃদু তাপপ্রবাহ থেকে রাজধানী ঢাকা মুক্ত হলেও নতুন করে দুটি জেলায় তাপদাহ শুরু হয়েছে। আজকের পূর্বাভাসে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও ভোলা জেলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আপাতত এ ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি  বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, আগামী পাঁচ দিনের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৫১ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এসআর/এসকেডি