দায়িত্ব নিলেন বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন
লোকমান হোসেন মিয়া /ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন লোকমান হোসেন মিয়া। বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।
রোববার (৪ সেপ্টেম্বর) লোকমান হোসেন মিয়াকে বিডার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
লোকমান হোসেন মিয়া এর আগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য (অ্যাডমিন), ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জনপ্রশাসন পদক ২০১৯’ অর্জন করেন। এ বছরের ১৪ জুন তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। গত ২৩ আগস্ট সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তারই পরিপ্রেক্ষিতে আজ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসাবে যোগ দিলেন তিনি। আগামী ৩ বছর তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও আড়াহাজার উপজেলার সহকারী কমিশনারসহ (ভূমি) সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ ৩০টি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এসআর/ওএফ