ফাইল ছবি

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টার মধ্যে অফিসে আসতে হবে। নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। এ ব্যাপারে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

অফিসের নতুন সময়সূচিতে অনেকেই আসছেন না, আবার অনেকেই নির্দিষ্ট সময়ের আগে চলে যাচ্ছেন। এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘আপনি স্পেসিফিক জানেন? আমরা অলরেডি আবার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস টাইমে সবাইকে অফিসে আসতে হবে।’

‘আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অফিস টাইমের আগে কেউ যেতে পারবে না। যদি কোনো দরকার হয়, সে তার বসের  কাছ থেকে অনুমতি নিয়ে যাবে। কিন্তু ৮টার মধ্যে অফিসে আসতে হবে, আর ৩টার আগে কেউ যেতে পারবে না। এটা আমরা নিশ্চিত করছি।’ 

এ নিয়ম কত দিন পর্যন্ত চলবে- জানতে চাইলে তিনি বলেন, ‘দেখি, ইনশাল্লাহ...কতদিন।’

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হয় ২৪ আগস্ট থেকে। 

এসএইচআর/এমএ