চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজু হত্যা মামলার প্রধান আসামি শাহীনুর হোসেন শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে নগরীর অলংকার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গত ৯ জুলাই রাতে ইব্রাহিম রাজুর পরিচিত আরাফাত তাকে জানায় শাহীন হোসেন নামে একজন মারধর করেছে। তিনি যেন ঘটনাস্থলে যান। খবর পেয়ে ইব্রাহিম রাজু তাৎক্ষণিকভাবে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। শাহীন হোসেনকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে শাহীন ও তার সহযোগীরা মিলে তাদের হাতে থাকা রাম দা, কিরিচ, ধারালো ছুরি, লোহার রড দিয়ে ইব্রাহিম রাজুর শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মাহি উদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকা থেকে  মো. শাহীন হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়। শাহীন ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজুকে কুপিয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও এজাহারনামীয় প্রধান আসামি।

কেএম/এসকেডি