মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুণ্ডি কারবার করা ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীসৈহ আশপাশের বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযানে চক্রের মূলহোতাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এবিষয়ে সংবাদ সম্মেলন করবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

বি‌ভিন্ন সংস্থার প্রধান, খাত সং‌শ্লিষ্ট গবেষক ও প্রবাসীদের দেওয়া তথ্যানুযায়ী, দেশে যে প‌রিমাণ রে‌মিট্যান্স বৈধ পথে আসছে তার সমপ‌রিমাণ, কোনো কোনো সময় তার চেয়ে বে‌শি রে‌মিট্যান্স অ‌বৈধ চ্যানেল বা হু‌ন্ডিতে আসছে। অর্থাৎ গড়ে য‌দি ২ বি‌লিয়ন ডলার ব্যাং‌কিং চ্যানেলে আসে, তাহলে প্রায় ২ বি‌লিয়ন ডলার হু‌ন্ডি বা ইনফরমাল চ্যানেলে আসছে। বর্তমান ডলারের বি‌নিময় হার হিসাব করলে এ অংক দাঁড়াবে দুই লাখ কো‌টি টাকা। অর্থাৎ এ প‌রিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসার কথা ছিল তা আসছে না। বিদেশেই থেকে যাচ্ছে। এর ফলে অর্থনী‌তিতে এর সুফল নয় বরং ক্ষ‌তি বয়ে আনছে।

এআর/এসএম