গুরুদাসপুরে অস্ত্র লুট ও পুলিশ সদস্য হত্যা
৩৫ বছর পর ‘চরমপন্থি’ নেতা সাইফুল গ্রেপ্তার
১৯৮৭ সালে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হামলা করে পুলিশ সদস্য হত্যা এবং থানার মজুত করা অস্ত্র লুটের ঘটনায় হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি চরমপন্থি সংগঠনের নেতা সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশের র্যাব।
র্যাব-৩ এর একটি দল শুক্রবার(৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ১৯৮৭ সালে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হামলা করে পুলিশ সদস্য হত্যা এবং থানার মজুত কৃত অস্ত্র লুটের ঘটনায় হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল। গত ৩৫ বছর যাবত পলাতক ছিলেন চরমপন্থি এ নেতা।
আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি