নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঘোষণা, মহার্ঘ ভাতা প্রদান ও রেশনিং চালুর দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। 

শনিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আইবিসি আয়োজিত মানববন্ধনে শ্রমিক নেতারা এ দাবি জানান।

সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বেড়ে যাওয়ায় ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াতসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। সরকার গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য ২০১৮ সালে নিম্নতম মজুরি হার ঘোষণা করেন। মজুরির হার ঘোষণার ৪ বছর পেরিয়ে গেছে। 

গার্মেন্টস শিল্পে শান্তি শৃঙ্খলা রাখার স্বার্থে শ্রমিকদের জন্য নতুন করে নিম্নতম মজুরি ঘোষণা করার দাবি জানান তিনি।

মানববন্ধনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর সঞ্চলনায় বক্তব্য দেন আমিরুল হক আমিন, কুতুবউদ্দিন আহম্মেদ, রুহুল আমিন, জেড. এম কামরুল আনাম ও তৌহিদুর রহমান প্রমুখ। 

আইবি/ওএফ