সত্তর বছর বয়সী গোলাপ জান বেগম। জীবনের প্রথম তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিয়েছেন। ভোট দিয়ে বের হয়ে তিনি জানালেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম মেশিনে। ভালো পদ্ধতি। আগে যেভাবে ভোট দিতাম এরচেয়ে মেশিনে ভোট দিয়েই বেশি ভালো লেগেছে।’

রাজধানী ঢাকার খুব কাছের জেলা মানিকগঞ্জ। জেলারই সিংগাইর পৌরসভা আজ (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সিংগাইর পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ১১ কেন্দ্রে ৬৭টি ভোট কক্ষে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

৯ ভোট কেন্দ্রের বেশ কয়টিতে ঘুরে দেখা গেছে সকাল ১১টা পর্যন্ত খুব বেশি ভোটারের উপস্থিতি নেই। তবে নারী ভোটারের উপস্থিতির সংখ্যা তুলনামূলক বেশি।

সিংগাইর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিংগাইর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঘুরে কথা হয় ভোটার, প্রার্থীদের সঙ্গে।

এ ওয়ার্ডের ভোটার আবুল হোসেন এসেছেন ভোট দিতে। ভোট দেওয়া শেষে জানালেন, ইভিএম এ ভোট দেওয়া খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি ভোট দেওয়া গেল। আমার জীবনের প্রথম ইভিএম এ ভোট দিলাম। মেশিনেই ভোট দেওয়া আমার কাছে বেশি ভালো মনে হয়েছে।

আরেক ভোটার কছিরন বেগম জানালেন, আগের ভোটের চেয়ে এবারের মেশিনের মাধ্যমে ভোট দেওয়া বেশি ভালো লেগেছে। এটাই সহজ পদ্ধতি। যার মাধ্যমে খুব তাড়াতাড়ি ভোট দেওয়া গেছে।

কথা হয় আওয়ামী লীগ মনোনীত সিংগাইর পৌরসভার মেয়র প্রার্থী আবু নাঈম মো. বাশারের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে জানান, খুব শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিংগাইরবাসী তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

৬ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কা নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন সহিদুল হক খান। তিনি ঢাকা পোস্টকে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে, এটা খুব সহজ পদ্ধতি। আমি নিজেও ভোট দিলাম, মাত্র তিন সেকেন্ডের মধ্যেই ভোট দিতে পারলাম। এখানে জাল ভোট হওয়ার সুযোগ নেই। ফিঙ্গার না দিলে ফাইল ওপেনই হবে না। খুবই সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২২ হাজার ছয়শ ৮৫ জন। তারমধ্যে ১১ হাজার ১২০ জন পুরুষ ও ১১ হাজার পাঁচশ ৬৫ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কমিশনের সিংগাইর পৌরসভা নির্বাচনে দায়িত্বরতদের মাধ্যমে জানা গেছে, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১১ কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির সঙ্গে ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

এদিকে পঞ্চম ধাপে ২৯টি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও চারটি উপজেলা পরিষদে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হচ্ছে।

এএসএস/এসএম