চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের আলিনগর এলাকার ৬৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, আটকরা দুটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এদের মধ্যে অনেকেই  সাম্প্রতিক সময়ে প্রশাসনের ওপর হামলা করার ঘটনায় দায়ের করা মামলার আসামি। যারা মামলার আসামি, তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ আগস্ট উপজেলার ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জঙ্গল সলিমপুরের অনেক বাসিন্দার নামে মামলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড থানায় আরও একটি মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতিতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। অভিযানের বিরুদ্ধে ঢাকায় গিয়ে তাদের মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল।

কেএম/এমএইচএস