প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শোক জানাতে শোক বই খুলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন।

রোববার (১১ সেপ্টম্বর) এ শোক বই খোলা হয় বলে এক বার্তায় জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের বারিধারার বাসভবনে একটি শোক বই খোলা হয়েছে। রোববার (১১ সেপ্টম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শোক বইতে শোক জানানো যাবে।

এছাড়া রানির প্রতি শোক জানাতে অনলাইনেও একটি শোক বই পাওয়া যাবে (www.royal.uk)

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ‍রানি দ্বিতীয় এলিজাবেথ। লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে রানির মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিন্সটার হলে নেওয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লন্ডন যাওয়ার কথা রয়েছে।

এনআই/জেডএস