দুদকের নিরাপত্তারক্ষী হিরন মারা গেছেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নিরাপত্তারক্ষী মো. হিরন মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা যায়, গতকাল রাতে অসুস্থ হলে হিরন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ দুদকের প্রধান কার্যালয়ে হিরনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
হিরন মিয়া দুদকের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করতেন বলে জানা গেছে।
আরএম/এমএইচএস