বাইকারদের হেলমেট পরার আহ্বান ‘কাবিলা’র
ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলাখ্যাত জিয়াউল হক পলাশ বলেছেন, বাইকারদের নিরাপত্তায় হেলমেট খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী। অবশ্যই সবাই সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ভারতীয় ‘ভেগা’ হেলমেটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরসাইকেল লিমিটেড আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মূলত অভিনেতা জিয়াউল হক পলাশ প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনা : জ্যামিতিক হারে বাড়ছে কেন?
উদ্বোধনী অনুষ্ঠানে পলাশ বলেন, আমি আসলে মহল্লার ছেলে, নাখালপাড়ায় বড় হয়েছি। তখন থেকে দেখতাম বড় ভাইরা বাইক চালায়। আমাদের তখন বাইক ছিল না, সাইকেল চালাতাম মাঝে-মধ্যে এর-ওর কাছ থেকে ধার করে। যখন বাইক চালানো শিখি, নতুন অবস্থায় একদিন ওভার কনফিডেন্সের কারণে বাইক অ্যাকসিডেন্ট করি হাতিরঝিলে। সেই দিন হেলমেট পরা থাকায় প্রাণে বেঁচে যাই। তারপর থেকে আমার ভেতর বাইক ফোবিয়া কাজ করে। নিজে তো বাইক আর চালাতাম না, তার উপর কারো সঙ্গে উঠতে গেলে ভয় কাজ করত। এরপর থেকে আমি চেষ্টা করছিলাম বাইকের সেফটিজনিত কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করব। সেই উদ্দেশ্য থেকেই এশিয়ান মোটরবাইকস লিমিটেডের সঙ্গে যুক্ত হওয়া।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান মোটরবাইকস লিমিটেডের প্রধান নির্বাহী সাফাত ইশতিয়াক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাফিসা রহমান, ভলকান লাইফস্টাইলের সেলস ম্যানেজার মরতুজা বশীর।
আরও পড়ুন : যে জন্য সানী-পলাশকে এক করলেন ফারুকী
অনুষ্ঠানে জানানো হয়, গত ১ জুলাই থেকে এশিয়ান মোটরবাইকস লিমিটেডের সহপ্রতিষ্ঠান ‘ভলকান লাইফস্টাইল’ ভারতীয় হেলমেট ব্র্যান্ড ভেগা'র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ হয়েছে। শতাধিক গ্রাফিক্সসহ ভেগা হেলমেটে আছে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। নিরাপত্তার বিষয়টিতে বাইকারদের উৎসাহিত করতেই অভিনেতা জিয়াউল হক পলাশ এক বছর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন প্রতিষ্ঠানটির সঙ্গে।
এমএইচএন/এসকেডি