প্রতীকী ছবি

সারাদিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১২১ মিলিমিটার এবং আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিনদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

তিনি বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এসআর/এমএ