বিক্রয় প্রতিনিধিদের বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালু ও কাউকে চাকরিচ্যুত করলে ৩ মাসের বেতন দেওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। 

শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রধান উপদেষ্টা আরিফুর রহমান বলেন, দেশে ২৫ লাখেরও অধিক বিক্রয় প্রতিনিধি রয়েছে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। এটি কেমন চাকরি। অল্প বেতনে চাকরি করতে হয়। আমরা কীভাবে চলি। আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারি না।

তিনি বলেন, আমরা কাজ বন্ধ করলে সারা দেশ অচল হয়ে যাবে। কোনো পণ্য কোথাও পৌঁছানো যাবে না। আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। 

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হলো-

১. মূল বেতন ১৫ হাজার টাকা, বাড়ি ভাড়া ৫ হাজার টাকা, চিকিৎসা এক হাজার ৫০০ টাকা, দুপুরে খাবার বাবদ ৩ হাজার ১২০ টাকা মিলিয়ে সর্বমোট- ২৪ হাজার ৬২০ টাকা টি এ মার্কেট অনুযায়ী দিতে হবে।

২. সকল বিক্রয় প্রতিনিধিদের চাকরি স্থায়ী করতে হবে।

৩. বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে।

৪. কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করলে ৩ মাসের বেতন দিয়ে দিতে হবে।

৫. কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে নগদ ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিতে হবে।

৬. প্রতি ঈদে বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস দিতে হবে।

৭. সরকারি সকল ছুটিতে, বিক্রয় প্রতিনিধিদেরও ছুটি থাকবে (শনিবার ব্যতীত)।

৮. বিক্রয় প্রতিনিধিদের বছরে ১০ শতাংশ হারে বেতন বাড়াতে হবে।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য মো. নাজির ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী জাতীয় পরিষদের সমন্বয়ক মো. শেখ আবদুল রাজ্জাক, বাংলাদেশ বিক্রয় পেশাজীবী পরিষদের সভাপতি মো. আশিকুজ্জামান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি ফোরামের আহ্বায়ক মো. জিয়াউর রহমানসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।

আইবি/ওএফ