অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ আরও চার বছর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান পদে থাকছেন। এ পদে তাকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ধারা-৭ (১) ও ধারা-৭ (২) অনুযায়ী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো।

তবে নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনে কিছু শর্তের কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন। এ পদে থাকাকালীন তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ধারা-৭ (৪) অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন৷ সরকার প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

এসএইচআর/আরএইচ