দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সরব হচ্ছে ইভ্যালি। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছে ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’।

এ বিষয়ে সতত্য যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন, আদালতের নির্দেশ রয়েছে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলার।

এদিকে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল Evaly.com.bd ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’

আরও পড়ুন>> ইভ্যালির টাকা ফেরত অসম্ভব: চেয়ারম্যান

এই পোস্টটির পর প্রথম ঘণ্টায় সাড়ে ৬ হাজার কমেন্টস পড়েছে। ৬০০ শেয়ার হয়েছে। পেজে ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন গ্রাহকরা।

মাহাবুর আলম সোহাগ নামের একজন গ্রাহক লিখেছেন, ‘আবার উঠে দাঁড়ান। এরপর দেনা পরিশোধ করেন।’ এসকে সেন নামের গ্রাহক লিখেছেন, ‘পাওনা টাকাগুলো পরিশোধ করেন’।

পোস্টে কেউ কেউ তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন।

এমআই/জেডএস