শান্তিনগরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের নাম মো. লুৎফর রহমান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, খবর আসে শান্তিনগর এলাকায় এক মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ লুৎফরকে গ্রেপ্তার করা হয়।
লুৎফর সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বিজ্ঞাপন
তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানায় পুলিশ।
জেইউ/এমএইচএস