রাজধানীর পল্টনের গোলাপ শাহ মাজারের পাশে সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণের আগে অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে।
 
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।

তিনি ঢাকা পোস্টকে বলেন, দুপুরে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে পরে জানা যাবে। আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে। 

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঢাকা পোস্টকে জানান, দুপুর দেড়টা পৌনে দুইটার দিকে অটোরিকশাটিতে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডটি কোনো নাশকতার ঘটনা কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এমন কোনো বিষয়ের সত্যতা পাইনি।

এসএএ/জেডএস